• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

মাইক্রোবাসে ফেনসিডিল পাচার, চালক গ্রেপ্তার


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০২:৪৯ পিএম
মাইক্রোবাসে ফেনসিডিল পাচার, চালক গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় ৫০ বোতল ফেনসিডিলসহ লিটু হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলা সানিয়াজান বাজারের মোকাদ্দেসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লিটু হোসেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকির পাড়া গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ চালককে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাসটি বড়খাতা থেকে তিস্তা ব্যারাজ হয়ে রংপুরের দিকে যাচ্ছিল।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মাইক্রোবাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!