সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের কাঁচির আঘাতে বিমল মণ্ডল (৫০) নামের এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার রাতে আশুলিয়ার উত্তর জামগড়া মহল্লার আবুল ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিমল মণ্ডল রাজবাড়ী জেলার নওবা বনগ্রাম গ্রামের মৃত খিতিস মণ্ডলের ছেলে। অনেক দিন ধরে তিনি প্যারালাইজড ছিলেন। তার স্ত্রী পারুল পেশায় পোশাকশ্রমিক।
বিমলের মেয়ে পূর্ণিমা বলেন, “আমার বাবা কয়েক বছর ধরে প্যারালাইজড হয়ে ঘরে ছিলেন। চিকিৎসার পর সকাল-বিকেল কোনো রকম হাঁটতেন। এ ছাড়া আমাদের কোনো শক্রও নেই। তাই কাউকে সন্দেহ করতে পারছি না। আমার সেলাই মেশিনের কাঁচি দিয়েই আমার বাবাকে খুন করা হয়েছে।”
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মুখে কাঁচির আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে।