• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ২ রজব ১৪৪৬

দেশের মানুষ যৌক্তিক সময়ে নির্বাচন চায় : শামা ওবায়েদ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:২৭ পিএম
দেশের মানুষ যৌক্তিক সময়ে নির্বাচন চায় : শামা ওবায়েদ

দেশের মানুষ একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৩০ ডিসেম্বর) ফরিদপুরের নগরকান্দায় এম এন একাডেমি মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “যতক্ষণ পর্যন্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসবে, ততদিন দেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব না। এ জন্যই গত ১৫ বছর বিএনপি লড়াই সংগ্রাম করে আসছে। বাংলাদেশে যদি গণতন্ত্রের ধারা কায়েম করতে হয়, যদি নির্বাচনমুখী পরিবেশ তৈরি করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।“

তিনি আরও বলেন, “আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমর্থন দিয়েছি। তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জনগণের সকল সমস্যার সমাধান হবে না। এজন্যই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার।“

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার উল্লেখ করে বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে যা যা করণীয় তার সবই ৩১ দফায় উল্লেখ রয়েছে। এখানে একটি রেইনবো নেশনের কথা বলা হয়েছে, যেখানে দেশের হিন্দু-মুসলমান-বৈদ্ধ খ্রিস্টান তথা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশি।”

বিএনপির এই নেত্রী বলেন, “ছাত্র জনতার আন্দোলনকে যদি সফল করতে হয়, তারুণ্যের বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, টেকসই উন্নয়নে যদি বাংলাদেশকে গড়ে তুলতে হয় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল দলকে নিয়ে যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বাস্তবায়ন করতে হবে। আগামী বাংলাদেশ কেমন হবে, বিএনপি কীভাবে দেশ গর্বে তার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে ৩১ দফার মধ্যে। সবচেয়ে বড় কথা হল ৩১ দফায় একটা ঐক্যের ডাক রয়েছে।”

নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুর তালুকদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, শওকত আলী শরীফ প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেত্রী শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার প্রায় ২ হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। পরে বিকেলে তিনি সালথা উপজেলায় আরও ২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

Link copied!