• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৌকাবাইচ দেখতে কুমার নদে মানুষের ঢল


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৯:২৫ পিএম
নৌকাবাইচ দেখতে কুমার নদে মানুষের ঢল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ীর কুমার নদে দেড় শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ীর কুমার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ ও মেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ডেভিড সিকদার।

বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর হাফিজ মুক্তি, তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ শাকির আহম্মেদ, তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি উবায়দুর রহমান, নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শাফিকুর রহমান, ছাত্রনেতা পারভেজ আজাদ সজল প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর হাফিজ মুক্তি বলেন, “প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ এটি। ছোট-বড় ১০টি নৌকা অংশগ্রহণে বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবার বর্ষার পানি কম, পানির অভাবে প্রতিযোগীদের নৌকা চালাতে একটু বেগ পেতে হয়েছে।”

এ উৎসব ঘিরে দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। গ্রাম্য মেলা বসে। দুপুর ১২টা থেকে দূরদূরান্ত থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। সব মিলিয়ে পুরো এলাকাজুড়ে কয়েক দিন আগে থেকেই সাজ সাজ রব পড়ে যায়। যা দীর্ঘদিন ধরে এ উৎসব চলে আসছে। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী প্রত্যেক দলকে পুরস্কার হিসেবে ফ্রিজ দেওয়া হয়।

Link copied!