• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিল জনতা


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০১:৩৫ পিএম
চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিল জনতা
আব্দুর রশিদ ভূইয়া

কুমিল্লায় আব্দুর রশিদ ভূঁইয়া নামের এক ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা আদালত এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার ১৫ বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আদালত এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, আব্দুর রশিদ ভূইয়া চেয়ারম্যান সোমবার সকালে আদালতে মামলার হাজিরা দেওয়ার জন্য যান। এ সময় ছাত্র-জনতা ইউপি চেয়ারম্যানকে আটক করে কিলঘুষি, থাপ্পড় মেরে পুলিশে সোপর্দ করে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, আদালত গেটের সামনে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়াকে আটক করে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে ছাত্র-জনতা। আবার কেউ তাকে কিলঘুষি মারছেন। এ সময় না মারার জন্য মাপ চাচ্ছেন তিনি। তার পাশে পুলিশকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। পরে চেয়ারম্যানকে পুলিশে সোপর্দ করে ছাত্র-জনতা।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, কুমিল্লা পুলিশ লাইনে ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায়সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সোমবার সকালে ইউপি চেয়ারম্যান আদালতে ওই মামলার হাজিরা দিতে আসলে ছাত্র জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়। 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!