• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিমের মূল্যতালিকা না থাকায় জরিমানা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৩:৩৪ পিএম
ডিমের মূল্যতালিকা না থাকায় জরিমানা

ফরিদপুরে ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে বাজার, আড়ত ও ডিপোতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১২ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর সদরের কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় ডিমের দাম নিয়ে কারসাজি, মূল্যতালিকা না থাকা এবং যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে অ্যাডভান্সড পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শহরের হ্যালিপোর্ট বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারদর তদারকি করে ভোক্তা অধিকার।

জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ডিমের অস্বাভাবিক দাম রোধে ফরিদপুর সদরের বিভিন্ন বাজার ও আড়তে অভিযান চালানো হয়। এ সময় অ্যাডভান্সড পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Link copied!