জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেছেন, “একটি নির্বাচিত সরকার ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সদর উপজেলার বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন, “দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত একটি জাতীয় নির্বাচন দিতে হবে।”
বিএনপির দেওয়া ৩১ দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গেরদা ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবলুর সভাপতিত্বে সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।