চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় মালবাহী একটি পিকআপ পুলিশের টহল ভ্যানকে ধাক্কায় দেয়। এতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক আজিজুল, কনস্টেবল নজরুল, মশিউর ও সুজন।
আহত কনস্টেবল নজরুল গণমাধ্যমকে বলেন, “আমাদের গাড়ি ঘোরানোর সময় সিগন্যাল না মেনে আসা একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। কুয়াশায় গাড়িটিকে ঠিকভাবে দেখতে পারিনি। এরপর আর কিছু মনে করতে পারছি না।”
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা গণমাধ্যমকে বলেন, “সড়ক দুর্ঘটনায় আমাদের চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা বেশি গুরুতর। তারা মাথায় আঘাত পেয়েছেন।”
শাকিলা সুলতানা আরও বলেন, “পুলিশ সদস্যদের গাড়িকে উল্টো দিক থেকে এসে মাল বুঝাই পিকআপটি ধাক্কা দেয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ক্যাজুয়ালেটি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে এবং একজনকে ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”