• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

শীতে বাড়ছে রোগীর চাপ, খোলা হচ্ছে আলাদা ওয়ার্ড


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৮:৫৮ পিএম
শীতে বাড়ছে রোগীর চাপ, খোলা হচ্ছে আলাদা ওয়ার্ড

টাঙ্গাইলে কয়েক দিন ধরে উত্তরের হিমেল হওয়ার প্রভাবে তাপমাত্রা কমছে। তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়েরিয়াসহ বিভিন্ন রোগবালাই। ফলে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বাড়তি রোগী সামাল দিতে হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে। এজন্য ঠান্ডাজনিত রোগীদের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আগামীকাল রোববার (৮ জানুয়ারি) থেকে আলাদা ওয়ার্ড খুলছে কর্তৃপক্ষ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ২৫০ শয্যার এই হাসপাতালে শিশু রোগীদের জন্য ২৩টি আসন রয়েছে। শুক্রবার ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬৫ জন ও শনিবার ৬৯ জন। এদের মধ্যে ৮০ ভাগ রোগী ঠান্ডায় আক্রান্ত। এছাড়া হাসপাতালে ৫৬ জন পুরুষ ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি রয়েছেন।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার (৭ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবারের (৬ জানুয়ারি) তুলনায় দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কম।

জেলা আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ জামাল উদ্দিন জানান, টাঙ্গাইলের তাপমাত্রা দিনদিন কমছে। আকাশে কুয়াশা রয়েছে। আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও কমবে। এছাড়া এ অবস্থা আরও কয়েক দিন থাকবে বলেও জানান তিনি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, তীব্র শীতের কারণে শিশুরা নিউমোনিয়া ও প্রাপ্তবয়স্করা অ্যাজমায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে প্রায় চারগুণ। এদের মধ্যে প্রায় ৮০ ভাগ মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। ক্রমাগত বাড়তি রোগীর চাপে রোববার (৮ জানুয়ারি) থেকে ঠান্ডা জনিত রোগে আক্রান্তদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হচ্ছে।

Link copied!