দিনাজপুরে বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা মামলার ১৭ বছর পর শ্রী বাঞ্চারাম রায়কে (৫৭) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার আমইর গ্রামের লোহারাম রায়, বাঞ্চারাম রায় ও তাদের বাবা বঙ্কিম চন্দ্র রায়ের মধ্যে জমি নিয়ে বিবাদ চলে আসছিল। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে বাঞ্চারাম রায় বাড়ির আঙ্গিনায় বাবা বঙ্কিম চন্দ্র রায় ও ছোট ভাই লোহারাম রায়কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাদের দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লোহারাম রায়ের স্ত্রী কুমুতী রানী রায় বাদী হয়ে বাঞ্চারামকে আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। বাঞ্চারাম রায় ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের পিপি হাসনে ইমাম নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। আমরা হত্যাকাণ্ডের সঠিক বিচার পেয়েছি।”