• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৯:৪৮ পিএম
২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার

রাজশাহীতে পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এনামুল হক বলেন, ১৭ আগস্ট পদ্মার পানির লেভেল ছিল ১৬ দশমিক ৫৪ সেন্টিমিটার। পরের দিন ১৮ আগস্ট থেকে পানি কমতে থাকে। এদিন পানির লেভেল ছিল ১৬ দশমিক ৫২ সেন্টিমিটার। ১৯ তারিখ ১৬ দশমিক ৪৫ সেন্টিমিটার। ২০ আগস্ট ১৬ দশমিক ৩৭ সেন্টিমিটার। ২১ আগস্ট ১৬ দশমিক ২৭ সেন্টিমিটার। ২২ আগস্ট ১৬ দশমিক ১৯ সেন্টিমিটার।

তবে শুক্রবার পদ্মায় পানি বাড়তে থাকে। বিকেল ৩টায় পদ্মায় পানি ছিল ১৬ দশমিক ২৩। গত ২৪ ঘণ্টা পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। যা বিপৎসীমার ২ দশমিক ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর এই কর্মকর্তা আরও বলেন, রাজশাহী অঞ্চলে পদ্মার পানির বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। ২০১৩ সালে একবার বিপৎসীমা অতিক্রম করেছিল। এরপর আর পদ্মার পানি বিপৎসীমা ছুঁইনি।

Link copied!