• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদ্মায় ফেরি ডুবি : ৬ দিন পর ভেসে উঠল মাস্টারের মরদেহ


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৭:৫৫ পিএম
পদ্মায় ফেরি ডুবি : ৬ দিন পর ভেসে উঠল মাস্টারের মরদেহ
ফেরিটির সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ পাওয়া গেছে।

পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মায় ফেরিডুবির ছয় দিন পর নদীতে ভাসমান অবস্থায় ফেরিটির সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ পাওয়া গেছে । 

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল সোয়া ৪টার দিকে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হুমায়ুন কবীর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া হাড়িভাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান জানান, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে ফেরিটির সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেছেন। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জে পাঠানো হবে।

এর আগে, ১৭ জানুয়ারি সকাল সোয়া ৮টায় কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা।  

Link copied!