টোল প্লাজায় দুর্ঘটনায় এবার আটক সেই বেপারী বাসের মালিক


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০১:৪৭ পিএম
টোল প্লাজায় দুর্ঘটনায় এবার আটক সেই বেপারী বাসের মালিক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের ৬ আরোহী নিহতের ঘটনায় বাসের মালিককে আটক করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বেপারী পরিবহনের মালিক ডব্লিউ বেপারীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর অঞ্চল) ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া।

ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, মাদারীপুরের শিবচর থেকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।

এর আগে, বাসটির আরও দুজন স্টাফকে শনিবার আটক করা হয়। এ নিয়ে ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, বাসে দুইজন স্টাফ ছিল। আমরা জানতে পেরেছি নুরুন্নবী নামে চালক বাস চালাচ্ছিল। হাইওয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের এখন পরিচয় ভেরিকেশন করা হচ্ছে। ভেরিফাই করার পর বিস্তারিত জানান হবে।

দুর্ঘটনার বিষয়ে এখনও মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, এবার শুধু বাস চালকের বিরুদ্ধে নয়, দুর্ঘটনায় অন্য যারা সংশ্লিষ্ট তাদের সকলের বিরুদ্ধেও মামলা হবে।

শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী কুয়াকাটাগামী বেপারী বাস একটি প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। পরে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Link copied!