• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

অপারেশন ডেভিল হান্ট : শ্যামনগরে অস্ত্রসহ বাবা-ছেলে আটক


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:০১ পিএম
অপারেশন ডেভিল হান্ট : শ্যামনগরে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

সাতক্ষীরার শ্যামনগরে অপারেশন ডেভিল হান্টে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে কোস্টগার্ড, পুলিশ ও নৌ বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনালা পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চকবারা গ্রামের আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে হাফিজুর রহমান গাজি (২৫)।  

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা সুন্দরবনে ডাকাতদের সহযোগী। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে কাঠের একটি নৌকায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি একনালা পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!