• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ত্র আইনে একজনের যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৮:৫২ পিএম
অস্ত্র আইনে একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা মামলায় মজলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মজলু শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, “২০১৭ সালের ১৩ নভেম্বর নিজ বাড়িতে বিজিবির হাতে ৬টি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন ও একটি রামদাসহ গ্রেপ্তার হন মজলু। এ ঘটনায় ওইদিন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার মাসুদ হোসেন মজলু মিয়াকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক কামরুজ্জামান ২০১৭ সালের ৩০ নভেম্বর মজলু মিয়াকে অভিযুক্ত করে ট্রাইবুনালে চার্জশিট দাখিল করেন।”

Link copied!