বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার (২১ জানুয়ারি) রাতে আরও বার্ধক্য জনিত রোগে ভুগে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। নিহত আবু তাহের (৬৫) কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে।
রোববার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ইজতেমার সমন্বয়কারী আবু সায়েম জানান, গত তিন দিনে টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে ছয় মুসুল্লী মারা গেছেন। তাদের মধ্যে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) এবং রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮)।
এর আগে শুক্রবারে সন্ধ্যায় গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) এবং বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন।