• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৫:৫৬ পিএম
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মুন্সিগঞ্জ শ্রীনগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আক্কাস শেখ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার কেউটচিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্কাস শেখ উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে মৃত রফিক শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। কেউটচিরা এলাকায় পৌঁছলে আক্কাস শেখকে ধাক্কা দেয় ট্রেনটি। এ সময় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শ্রীনগর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মাহফুজ রিগ্যান বলেন, “আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়। তবে ট্রেনের ধাক্কায় তার মৃত্যুবরণ হয়েছে।”

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কোলাপাড়া ইউনিয়ন কেউটচিরা এলাকায় ট্রেনে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!