• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে ওবায়দুল কাদেরের সহযোগী আটক


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৯:৫৩ পিএম
ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে ওবায়দুল কাদেরের সহযোগী আটক

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক ঘনিষ্ঠ সহযোগী এম এ আজিজকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এম এ আজিজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে এম এ আজিজকে আটক করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এম এ আজিজ নগরীর কোতোয়ালি থানা হেফাজতে ছিলেন।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, “সোমবার রাতে রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আটক করা হয়। এরই মধ্যে বেগমগঞ্জ থানার সঙ্গে কথা হয়েছে। তাকে বেগমগঞ্জ পুলিশের হাতে সোপর্দ করা হবে।”

আটক এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি। আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রামে এসেছিলেন।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন থেকে আত্মগোপনে ছিলেন এম এ আজিজ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!