নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, বিএনপির ভোট বর্জন এটাই প্রমাণ করেছে ভোটাররা তাদের বর্জন করেছে। সারা দেশে যে শান্তিপূর্ণ পরিস্থিতি এটাই প্রমাণ করেছে, যারা ভোট বর্জন করতে নাশকতার আশ্রয় নিয়েছে, নির্বাচনের যে পরিবেশ, ভোটাররা তাদেরই বর্জন করেছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার এত সাংবাদিক এখানে এসেছেন আপনারাই দেখেছেন কতটা শান্তিপূর্ণ। বিপুলসংখ্যক নারী-পুরুষ ভোট দিচ্ছে।‘
তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রাণ হচ্ছে নির্বাচন। নির্বাচন হতে হবে প্রতিযোগিতামূলক। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের গণতন্ত্রের জন্য সুখবর।
এ সময় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।