এবার পার্কের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ-এর বেটি আসবেই’


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৩:৩৪ পিএম
এবার পার্কের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ-এর বেটি আসবেই’

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল স্ক্রিনে ‘শেখ হাসিনা আবার ফিরে আসবে।’

একইভাবে এবার শরীয়তপুর জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ-এর বেটি আসবেই, জয় বাংলা; জয় শেখ হাসিনা।’ এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির মাঠের পূর্ব পাশে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্ক। পার্কটি মূলত শিশুদের জন্য। পার্কের প্রবেশপথের ডানপাশে রয়েছে টিকিট কাউন্টার। কাউন্টারের ওপরের ডিজিটাল স্ক্রিনে ‘শেখ-এর বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা’ লেখাটি প্রদর্শিত হয়। এরপর ভিডিওটি গতকাল দুপুর ৩টার দিকে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামের আইডিতে আপলোড করা হয়।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘শরীয়তপুর শিল্পকলা শিশুপার্কের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ ১৯ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ভিউ হয়েছে। শেয়ার হয়েছে ৫৯ বার।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামীকালের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!