• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘এখন আর হেঁটে স্কুলে যেতে হবে না’


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৩:১৫ পিএম
‘এখন আর হেঁটে স্কুলে যেতে হবে না’

টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম ছাত্রীদের হাতে এই বাইসাইল তুলে দেন।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপুসহ উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার সাইকেল পেয়ে খুশি। তিনি বলেন, “আমি হেঁটে স্কুলে যাইতাম। এখন আর হেঁটে স্কুলে যেতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেহা আক্তার বলেন, “আমার স্কুলে আশা যাওয়া সমস্যা ছিল। এখন সাইকেল পেলাম আর সমস্যা থাকবে না। আমাদের লেখাপড়ার আগ্রহ আরও বেড়ে যাবে।”

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, “সামাজিক এই উন্নয়নে পাশে থাকার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়েছে। তোমরা সামনাসামনি প্রধানমন্ত্রীকে দেখতে না পারলেও তার এই উপহার, তার স্নেহ তোমাদের সঙ্গে থাকবে। তোমরা ভালো থাকলেই মাননীয় প্রধানমন্ত্রী ভালো থাকবেন।”

Link copied!