গ্রাম থেকে উপার্জনের জন্য এসে অকালে হারিয়ে গেলেন তারা। তাদের উপার্জনে চলত পরিবার। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরে একটি ফ্ল্যাট বাসায় ওই দুই শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার মাধবপুর উত্তরপাড়া এলাকার একটি বাসা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।
পুলিশের ধারণা, নেশা অথবা জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত দুই যুবকের একজন ভোলা সদর উপজেলার চর ভেদরিয়া গ্রামের মো. জাফর আলীর ছেলে সুফিয়ান আহমেদ (২৩), অন্যজন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ডেলটা গ্রামের রবিউল ইসলামের ছেলে রাসেল মিয়া (২২)। তারা দুজনই উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উত্তরাপাড়া এলাকায় রেজাউল ইসলাম নামের এক ব্যক্তির চারতলা ভবন। চারতলায় ভাড়া থাকতেন কারখানা শ্রমিক সুফিয়ান ও রাসেল। বাসার কাছেই তাদের কর্মস্থল। গতকাল সকালে সুফিয়ান ও রাসেল কর্মস্থলে না যাওয়ায় কয়েকবার কারখানা থেকে তাদের মোবাইল ফোনে কল করে নম্বর বন্ধ পাওয়া যায়। রাত ১০টার দিকে কারখানা থেকে বাড়ির তত্ত্বাবধায়ক শাহজাহান বকুলকে ফোন করে দুজনের বিষয়ে জানতে চাওয়া হয়। পরে শাহজাহান চারতলায় গিয়ে দেখেন, বাসার দরজা খোলা। তিনি ভেতরে গিয়ে দুজনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। খবর পেয়ে দিবাগত রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে সুফিয়ান ও রাসেলের লাশ উদ্ধার করে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ বলেন, ওই ফ্ল্যাটে প্রচুর সিগারেটের প্যাকেট ও নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে। উদ্ধার করা আলামত থেকে ধারণা করা হচ্ছে, নেশা অথবা জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তরা দুজনের পা বেঁধে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।