• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

বরগুনার নিজাম ডাকাত গ্রেপ্তার


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:২৭ পিএম
বরগুনার নিজাম ডাকাত গ্রেপ্তার
গ্রেপ্তার মো. নিজাম। ছবি : প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার জাকির তবক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য ও পেশাদার ডাকাত মো. নিজামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নের মো. আলতাফ ডাকাতের ছেলে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নিজামের বিরুদ্ধে বরগুনা থানায় ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় মোট ৯টি মামলা রয়েছে। এরমধ্যে ডাকাতির মামলা রয়েছে ২টি, নারী ও শিশু নির্যাতন আইনে ২টি, অস্ত্র আইনে ১টি এবং অন্যান্য ধারায় আরও ৪টি মামলা রয়েছে। এ ছাড়া বরগুনা থানায় তার বিরুদ্ধে রয়েছে ৩টি গ্রেপ্তারি পরোয়ানা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি ডাকাতি মামলারও আসামি তিনি।

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “নিজামকে রোববার (২০ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এলাকায় অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Link copied!