• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে নীলগাই উদ্ধার


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৯:২৩ এএম
ঠাকুরগাঁও সীমান্ত থেকে নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁওয়ের সীমান্ত থেকে স্থানীয়দের সহায়তা একটি বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে  কান্তিভিটা সীমান্ত থেকে নীলগাইটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, জানান ভারতের অরণ্য থেকে পালিয়ে আসা বিলুপ্তপ্রায় একটি নীলগাইটি বাংলাদেশের অভ্যন্তরে শালডাঙ্গা নামক স্থানে অবস্থান করছিল। স্থানীয়রা এটিকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা এসে নীলগাইটি উদ্ধার করেন।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিলুপ্ত নীলগাইটি বন বিভাগের কাছে  হস্তান্তর করা হবে।

Link copied!