• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপের চালক নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৭:৫৫ পিএম
বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপের চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালক আব্দুল জলিল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের শফিউল শেখের ছেলে।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ১টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!