• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৮:৫৯ পিএম
বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ

টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে  দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করেছে নৌ পুলিশ। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই দুই যাত্রী হলেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকার খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। পরে কয়েকজন যাত্রী সাতরে পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার ডুবে যান। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।

টাঙ্গাইলে নৌ-পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় বাল্কহেডসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Link copied!