• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

জোড়া খুনের পর অভিযুক্তকে পিটিয়ে হত্যা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৭:৩৭ এএম
জোড়া খুনের পর অভিযুক্তকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে ২ জনকে ছুরিকাঘাতে হত্যার পর ‍‍`হামলাকারী‍‍` অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধুবুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ছুরিকাঘাতে নিহতরা হলেন ধুবুরিয়া পূর্বপাড়া গ্রামের আ. সাত্তার (৫৫) ও মো. আসাদুল (২৮)। তাদের হত্যাকারী হিসেবে চিহ্নিত করে স্থানীয়রা একই এলাকার তালেব মিয়াকে (২৮) পিটিয়ে হত্যা করে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আসাদুল ও তালেবের মধ্যে কথা কাটাকাটি পর তালেব আসাদুলকে এলোপাতারি ছুরিকাঘাত করে। এ সময় সাত্তার আসাদুলকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে তালেব।

দুজনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৮টার পর সাত্তার ও আসাদুলকে জখমসহ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর স্থানীয় জনতা তালেব মিয়াকে আটক করে পিটিয়ে হত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, “ঘটনার কারণ ও অন্যান্য বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। পুলিশ প্রাথমিক তদন্ত কাজ করছে।” 
 

Link copied!