• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চ্যালেঞ্জ দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ০৭:২১ পিএম
চ্যালেঞ্জ দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলসুখা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের গোষ্ঠীগত বিরোধ চলে আসছে। সে বিরোধের সূত্র ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর সঙ্গে স্থানীয় জাকির হোসেন জনির পূর্ব বিরোধ চলছিল। ইতোপূর্বে উভয় গ্রুপের মধ্যে হামলা-মামলা হয়। শনিবার (৩১ আগস্ট) রাতে ফেসবুকে মানহানিকর ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগে জনির পক্ষের দুই যুবককে মারধর করে চেয়ারম্যানের লোকজন। এ ঘটনায় রাতে উভয়পক্ষের লোকজন মারামারির চ্যালেঞ্জ দেয়।

রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ ও স্থানীয় আলেমদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

Link copied!