• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

চাঁদা চাইতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০১:৩০ পিএম
চাঁদা চাইতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় এক বাড়িতে ১০ লাখ টাকা চাঁদা চাইতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীতাকলমা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবের (২৪) বাড়ি কাহালু উপজেলার পরিশেষ গ্রামে।

পুলিশ জানায়, রাকিব স্থানীয় চাঁদাবাজ দল আতা বাহিনী গ্রুপের সদস্য ছিলেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, রাতে সীতাকলমা গ্রামের ফণীন্দ্রনাথের বাড়িতে আতা বাহিনীর লোকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় বাড়িতে গিয়ে হামলা চালায় এবং একজনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পরিবারটির লোকজনের কান্নাকাটি শুনে এলাকার লোকজন এগিয়ে এসে আতা বাহিনীর ১০-১২ জনকে ধাওয়া দেয়। এই সময় আতা বাহিনীর সদস্য রাকিব গ্রামবাসীর হাতে ধরা পড়লে লোকজন তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাকিবের মরদেহ ময়নাদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাকিবের পরিবারের লোকজন মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেন ওসি শাহীনুজ্জামান।

Link copied!