• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ধান বিক্রি করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৫:০৪ পিএম
ধান বিক্রি করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। এসময় সিরাজুল নামের একজন আহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ইটাখোলা-নিশ্চিন্তা সড়কের মুন্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে রফিকুল ইসলাম ধান বিক্রির জন্য ভ্যানে করে ইটাখোলা হাটে যাচ্ছিলেন। ইটাখোলা-নিশ্চিন্তা সড়কের মুন্দাইল এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক এসে ধানবোঝাই ভ্যানে ধাক্কা দেয়। এতে রফিকুল ও ভ্যানচালক সিরাজুল ভ্যান থেকে ছিটকে পড়ে যান। এসময় স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা রফিকুলের অবস্থার বেগতিক দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।  

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার পর ট্রাকসহ চালক ও তার সহযোগী পালিয়েছেন। নিহতের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!