• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

দীপু মনিসহ দেড় হাজার আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৯:২৪ এএম
দীপু মনিসহ দেড় হাজার আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ডা. দীপু মনি। ফাইল ছবি

চাঁদপুরে বিএনপি নেতার বাড়ি, অফিস ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিসহ ৫১০ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

চাঁদপুর শহরের মেথা রোডে শেখ ফরিদ আহমেদের মুনিরা ভবনের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক সেলিম মিয়া বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলাটি করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার (ওসি) শেখ মোহাম্মদ মুহসীন আলম।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই আনুমানিক সন্ধ্যা ৭টায় দেশি অস্ত্র নিয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের (মানিক) মালিকানাধীন শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙচুর ও ভবনে অগ্নিসংযোগ করা হয়। তার দলীয় অফিসেও ভাঙচুর করা হয়। তখন শেখ ফরিদ আহমেদ চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। সব মিলিয়ে ওই ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ মুহসীন আলম বলেন, “ওই ঘটনায় অভিযোগ পেয়ে যাচাই করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলাটি রুজু করি।”

Link copied!