• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বহিষ্কার


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৭:৫৭ এএম
হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বহিষ্কার
হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম

হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমকে দলের শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ দলটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিএনপি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এ সংক্রান্ত চিঠি পাওয়ার সতত্যা নিশ্চিত করেছেন।

জেলা বিএনপি ও স্থানীয় একটি সূত্র জানায়, হবিগঞ্জের ওলিপুর শিল্প এলাকায় কোটি টাকার মূল্যের একটি জমি নিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমের ভাগ্নে জেলা যু্বলীগ নেতা ফজলে রাব্বী রাসেলের সঙ্গে কিছু লোকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই জায়গাটি বেদখল হওয়ার আশঙ্কায় সেখানে রাসেল মার্কেট লিখে একটি সাইনবোর্ড লাগানো হয়। এ সাইনবোর্ডে লেখা হয় এ মার্কেটের সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম। এ সংক্রান্ত অভিযোগ কেন্দ্রীয় বিএনপিকে জানানো হলে দলের শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে আজ বহিষ্কার করা হয়েছে আবুল হাশিমকে।

প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, আবুল হাশিমকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত আবুল হাশিম বলেন, ‘এ সংক্রান্ত কোনো দলীয় সিদ্ধান্তের বিষয়ে আমার জানা নেই।’

 

Link copied!