• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ফরিদপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৩:৩৮ পিএম
ফরিদপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) বেলা ১১টা থেকে ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এসে তাদের সঙ্গে কথা বললে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

এর আগে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে ফরিদপুর সুপার মার্কেটের সামনে এসে অবস্থান নেন। অবরোধকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি হারুনার রশিদ হারুন, পরিষদের নেতা শাহ মো. আরাফাত, প্রত্যুষ কর্মকার, মো আশরাফ প্রমুখ।

বক্তারা বলেন, “আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য ৩০ শতাংশ কোটা প্রথা বহাল থাকার যৌক্তিকতা নেই।”

Link copied!