বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংস্থাটির ধারণা, রাতে কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।
বুধবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুন্দারহাট হাইওয়ে থানা।
কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
এসআই আব্দুর রহমান বলেন, নিহতের পরনে ছিল গেঞ্জি ও চেক ট্রাউজার। মুখে কাঁচাপাকা দাঁড়ি। মাথায় আঘাত পেয়ে নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে, রাতে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় তিনি মারা যেতে পারেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।