• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আটক


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৬:১১ পিএম
ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আটক

ময়মনসিংহের হালুয়াঘাটে ধর্ষণের অভিযোগে ইসমাঈল হোসেন (২৭) নামের এক ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুলাই) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে।

ইসমাঈল হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটরের কাজ করেন।

হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে ইসমাঈল হোসেনকে আটক করা হয়েছে।

ওই নারী অভিযোগে উল্লেখ করেন, আনুমানিক এক বছর আগে ইসমাঈল তাকে বিয়ে করেন। তবে, বাড়িতে তুলে নেয়নি। তাকে অনেকবার বলার পরেও কোন পাত্তা না দেওয়ায় তিনি (নারী) থানায় ধর্ষণের অভিযোগ করেন।

এসআই আরও বলেন, “ইসমাঈল হোসেন পুলিশ হেফাজতে আছে। তবে, ওই নারী এখনো বিয়ের কোনো কাগজ দেখাতে পারেনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

Link copied!