• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩০


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৭:২৮ পিএম
রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩০

বগুড়া জেলা শহরে জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৭ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, “এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমরা খুব ব্যস্ত আছি। পরে জানাচ্ছি।”

বগুড়া শহরে প্রতিবছর রথের শোভাযাত্রা শুরু হয় শহরের সেইজগাড়ী এলাকা থেকে। শোভাযাত্রাটি বনানী এলাকায় গিয়ে আবার ফিরে আসে।

Link copied!