• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

সাইকেলের পেছনে ট্রাকের ধাক্কা, ব্যবসায়ী নিহত


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০৬:০৩ পিএম
সাইকেলের পেছনে ট্রাকের ধাক্কা, ব্যবসায়ী নিহত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় খায়রুল ইসলাম (৭০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে পৌর মহল্লার ইটাখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল উপজেলার হিন্দা পশ্চিম ইটাইল গ্রামের মৃত ফিরোজ মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটাখোলা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী খায়রুল ইসলাম সকালে বাইসাইকেল নিয়ে ভাসিলার দিক থেকে ইটাখোলা নিজের দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে আজিজের চাতালের সামনে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে তার সাইকেলে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন খায়রুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, খাইরুল ক্ষেতলাল পৌর মহল্লার ইটাখোলা বাজারে হার্ডওয়ারের ব্যবসা করতেন। প্রতিদিন বাড়ি থেকে বাইসাইকেলে করে দোকানে আসা-যাওয়া করতেন খায়রুল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নির্ঝর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

Link copied!