• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০৬:০১ পিএম
রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা
জেলার মানচিত্র

কক্সবাজারের উখিয়ায় নূর মোহাম্মদ (৩১) নামের এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবিরে (ক্যাম্প-৪-বর্ধিত) এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ ডি-৪ ব্লকের রোহিঙ্গা অলি আহমেদের ছেলে। তিনি ওই আশ্রয়শিবিরের রাত্রিকালীন পাহারা দলে কাজ করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা ভোরে নূর মোহাম্মদকে গলা কেটে হত্যা করে আশ্রয়শিবিরের পাশের এ ব্লকের একটি পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আজ সকালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত জুন মাসে একাধিক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৯ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। চলতি সালের গত ছয় মাসে সশস্ত্র গোষ্ঠীর গুলি ও ছুরিকাঘাতে খুন হয়েছে ২৬ জন রোহিঙ্গা। বর্তমানের উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। দীর্ঘ সাত বছরেও একজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

 

Link copied!