• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চোরাই অটোরিকশাসহ চক্রের ৩ সদস্য আটক


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ০৩:৩২ পিএম
চোরাই অটোরিকশাসহ চক্রের ৩ সদস্য আটক

ময়মনসিংহের ভালুকায় ৪টি চোরাই অটোরিকশাসহ চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোরিকশা চুরি করে বিক্রি করত। গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হামযা,  সহকারী উপপরিদর্শক (এএসআই) তানভীর ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম।

চক্রের সদস্য আবু তাহেরকে জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকা থেকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাগলা থানা এলাকা থেকে চারটি অটোসহ চক্রের সদস্য সোহেল ও নজরুলকে আটক করা হয়।

সকালে আটকদের  আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!