• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৪, ০৪:২৮ পিএম
ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যের প্রতিবাদসহ ১৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১ জুলাই) সকাল থেকে শুরু করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করেন তারা। এতে অংশ নিয়েছেন ভালুকার জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

পদ মর্যাদার বৈষম্য, সরকারের গ্রেডিং সংক্রান্ত সমস্যা, জাতীয় বেতন স্কেলসহ অন্তত ১৬টি দাবি তুলে ধরেছেন আন্দোলনকারীরা। অভিযোগ করেছেন, অনিয়মের সম্পর্কে কথা বলায় চাকুরিচ্যুত করা হচ্ছে অনেককে।

সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা একযোগে এ দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছে বলে জানান তারা।

আন্দোলনে উপস্থিত ছিলেন ওই অফিসের ডি.জি.এম মোশাররফ হোসেন, মহিউদ্দিন, কমলেশ চন্দ্র বর্মন, এ.জি.এম শাহিদা আক্তার, আব্দুল হান্নান, মোহাম্মদ জিয়াউর রহমান, রাসেল, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

Link copied!