• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের চালক নিহত


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ১২:২০ পিএম
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের চালক নিহত
ভালুকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বালুবাহী ট্রাকের সঙ্গে এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে বাসচালক স্বপন হোসেন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

শনিবার (২৯ জুন) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত স্বপন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মৃত আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী ঢালীবাড়ি মোড়ে বালুবোঝাই একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এনা পরিবহনের চালক স্বপন হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বাসের বেশ কয়জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বালুবোঝাই ট্রাকের সঙ্গে এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Link copied!