• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

টিনের চালে হাত দিয়ে প্রাণ গেল গৃহবধূর


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৪, ০৬:৫৩ পিএম
টিনের চালে হাত দিয়ে প্রাণ গেল গৃহবধূর
ভ্যানে রাখা গৃহবধূর মরদেহ। ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন) সকালে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে বসতঘর থেকে বাইরের বাথরুমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। গত কয়েক দিনের ঝড় বৃষ্টিতে বিদ্যুতের সংযোগের তার ছিড়ে বাথরুমের টিনের ছাউনির ওপর তা পড়ে থাকে। সাজেদা বেগম বাথরুমের ওপরে দেওয়া টিনের ছাউনির টিন সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

Link copied!