• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ট্রাকের চাকায় প্রাণ গেল শিক্ষিকার


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৯:০৯ পিএম
ট্রাকের চাকায় প্রাণ গেল শিক্ষিকার

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুফিয়া বেগম (৫০) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী আব্দুল হাই।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের হাতিবান্ধা বসুনিয়া জামে মসজিদ ময়দানের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুফিয়া বেগম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার দুহুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষিকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পর স্বামীর মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সুফিয়া বেগম। নীলফামারী-জলঢাকা সড়কের হাতিবান্ধা বসুনিয়া জামে মসজিদ ময়দানের পাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সুফিয়া নিহত হন। এসময় আহত হন তার স্বামী মোটরসাইকেলচালক আব্দুল হাই।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

Link copied!