• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ডলার তৈরি করে প্রতারণা করতেন তিনি


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৮:২৬ পিএম
ডলার তৈরি করে প্রতারণা করতেন তিনি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নকল ডলার তৈরি করে প্রতারণার অভিযোগে নুরু মন্ডল (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) বিকেলে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে, বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (২৬ মে) গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরু মন্ডল ওই ইউনিয়নের দড়িতাজপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে নুরুল মন্ডল নকল ডলার তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রতারকের নিজ গ্রামের সোনা মন্ডলের মোড় থেকে রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরু মন্ডলের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া নকল আমেরিকান ডলার দিয়ে প্রতারণার অভিযোগে ২০টির অধিক মামলা আদালতে বিচারধীন। তিনি সাদুল্লাপুরের ডলার তৈরি ও প্রতারক চক্রের মূল হোতা হিসেবে পরিচিত। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!