বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মাইন বিষ্ফোরণে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মে) রাত সাড়ে আটটার দিকে তুমব্রু পশ্চিম কুল কোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নবী হোসেন ও আবু তাহের।
স্থানীয়রা জানান, রাত আটটার দিকে কোনার পাড়া এলাকা থেকে বিকট দুইটি শব্দ শুনতে পাওয়া যায়। এরপর স্থানীয়রা সেখানে গেলে নবী হোসেন ও আবু তাহেরকে গুরুতর আহত অবস্থায় সীমান্ত কাটাতারের কাছে পড়ে থাকতে দেখে।
সেখান থেকে দুজনকে উদ্ধার করে উখিয়ায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় জনপ্রতিনিধরা।
তবে কেন আহতরা সীমান্তের কাছাকাছি গেছেন, সে বিষয়ে এখনো সুনিশ্চিত বলা যাচ্ছে না।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে চলতি মাসের প্রথমদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।