• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

দেনমোহরের টাকা পরিশোধ না করায় কুপিয়ে হত্যা


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৩:৫৪ পিএম
দেনমোহরের টাকা পরিশোধ না করায় কুপিয়ে হত্যা
নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দেনমোহরের টাকা পরিশোধ না করায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ মে) উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইউনুস শেখ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকমাস আগে ইউনুস শেখের ছেলের সঙ্গে বিয়ে হয় মুক্তার শেখের মেয়ের। নববধূর অন্যত্র সম্পর্ক থাকায় কিছুদিন পর পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু দেনমোহরের দুই লাখ চল্লিশ হাজার টাকা পরিশোধ করার কথা থাকলেও ইউনুস তা পরিশোধ করেননি। এতে ক্ষুব্ধ হয়ে একাধিকবার জমির ধান কাটতে বাঁধা দেন মেয়ের বাবা মুক্তার শেখ।

স্থানীয়রা জানান,  এর আগেও কয়েকবার মাঠে ধান কাটতে গেলে বাধা দেন মুক্তার শেখ। শনিবার সকালেও ধান কাটতে যান ইউনুস শেখ। বিষয়টি মুক্তার শেখ জানার পর লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে ধানের ক্ষেতে গিয়ে হামলা করেন। এসময় ধারাল অস্ত্র দিয়ে ইউনুসকে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস শেখ নামের একজন নিহত হয়েছে। তবে তারা উভয় আত্মীয় এবং বিয়ে সংক্রান্ত শত্রুতা ছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। 

Link copied!