• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অটোরিকশা উল্টে নিহত ১


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৭:০৭ পিএম
অটোরিকশা উল্টে নিহত ১

নওগাঁর আত্রাইয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সঞ্জয় কুমার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে ন‌ওগাঁ-নাটোর মহাসড়কের উপজেলার শিমুলিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় কুমার রাজশাহী জেলার বাঘা থানার বলিহার গ্রামের বাসিন্দা। তিনি উপজেলায় আইডিএফ নামক একটি এনজিওতে চাকরি করতেন।

আহতরা হলেন মিম (২২), সাইদী (৭) এবং অটোরিকশা চালক মাহামুদুল হক (৫০)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দোকানদার জুয়েল বলেন, “আমি দোকানেই ছিলাম। আত্রাইয়ের দিক থেকে আসা একটা ইট ভাঙার গাড়ি শিমুলিয়া রেলগেট পার হচ্ছিল। এ সময় তার পেছনে থাকা‌ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। একজন যাত্রী মারা হয়।”

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মইনুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত পেয়েছি এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত ব্যক্তিকে আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে।”

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!