• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

সোনারগাঁয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৮:০২ পিএম
সোনারগাঁয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু রিয়াদের (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে ঝালকান্দি সেতুর নিচের ভাসমান অবস্থায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রিয়াদ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের মো. হালিম মিয়ার ছেলে।

হালিম মিয়া জানান, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রিয়াদ। দিনভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রোববার সকালে ঝালকান্দি সেতুর নিচ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!