মাদারীপুরে পদ্মাসেতুর এক্সপ্রেস ওয়েতে সকালের রেশ কাটতে না কাটতেই বিকেলে আবার দুটি বাসের দুর্ঘটনা ঘটেছে।
এতে ছয় থেকে সাতজন আহত হলেও কেউ মারা যাননি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) বিকেল চারটার দিকে মাওয়া এক্সপ্রেস ওয়ের কেরাণীগঞ্জ জেলখানার পাশে আব্দুল্লাহপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রুমিন পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের উপর উঠে যায়। পরে তার পেছনে আসা হানিফ পরিবহনের আরেকটি দ্রুতগতির বাস রুমিন পরিবহনের বাসকে ধাক্কা দেয়।
এতে হানিফ পরিবহনের বাসটিও দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ অন্তত ছয় থেকে সাত জন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধারকারী পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, এই সড়ক গতিসীমা নির্ধারিত থাকলেও ব্যক্তিগতসহ গণপরিবহনগুলো তা মানছে না। প্রায় প্রতিটি গাড়ি ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ছুটে চলছে সড়কটিতে। আর তাতেই ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।