• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৩


বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৩:৩৯ পিএম
ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢু‌কে মারধর ও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

আটক হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা ও শামীম সিকদার। তারাও ছাত্রলীগের সঙ্গে জড়িত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পু‌লিশ। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তারা সবাই ওই মামলার এজাহারভুক্ত আসামি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হলের ৪০১৮ নাম্বার রুমে মুখোশ ও হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জি এম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হন। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকতেন।

Link copied!